বেনাপোলে র‍্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার আটক ১


Al Amin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ /
বেনাপোলে র‍্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার আটক ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোরে র‍্যাব-৬ যশোরের সদস্যরা তাকে আটক করে। ওই ব্যক্তির গোয়ালঘর থেকে দুই বস্তায় থাকা ওই পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আলাউদ্দিন পুটখালি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। র‍্যাব-৬ যশোরের (ভারপ্রাপ্ত) কোম্পানি অধিনায়ক রাসেল জানান, মধ্য রাতে তাদের কাছে খবর আসে আলাউদ্দিন নিজ বাড়িতে ফেনসিডিল মজুদ করে রেখেছে। ভোর ৫ টার পর তার বাড়িতে অভিযান চালান। এ সময় গোয়ালঘর থেকে দুইটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় ৩২৪ বোতল ফেনসিডিল রাখা ছিল। তিনি আরও জানান, আলাউদ্দিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি ভারত থেকে ফেনসিডিল এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।