নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেনাপোল বড় আঁচড়া গ্রামের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ।
আজ (২৫ নভেম্বর) সোমবার বেলা ২টার দিকে তিনি শহীদ আব্দুল্লাহর বাসায় যান।
তিনি শহীদ আব্দুল্লাহর বাবা মাকে সান্ত্বনা দেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং কবর জিয়ারত করেন।
বেলা ২টার দিকে তিনি উপজেলা বিএনপির এক হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে বেনাপোল আনসার ক্যাম্প থেকে হেঁটে বড়আঁচড়া গ্রামে আব্দুল্লাহদের বাড়িতে পৌঁছান। তখন আব্দুল্লাহর মামা বড়আঁচড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইদ্রিস আলী ইদু তাকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করেন।
আব্দুল্লাহর মা মাবিয়া খাতুন ও বাবা আব্দুল জব্বার এ সময় কান্নায় ভেঙে পড়েন। তারা সন্তান হত্যা বিচার চান। আব্দুল্লাহর মা মাবিয়া খাতুন বলেন, ‘আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে পুলিশ।’ যারা গুলি করেছে ও নির্দেশ দিয়েছে দ্রুত তাদের বিচারের দাবি জানান তিনি। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত তাদের সান্ত্বনা দিয়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু,জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মোস্তাফা কামাল মিন্টু, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর আহবায়ক শহিদ আলী, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যশোর জেলা ছাত্র দলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী,শার্শা উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ সহ
বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :