বেনাপোল কলেজ এডহক কমিটির সভাপতি হলেন আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন


Al Amin প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ /
বেনাপোল কলেজ এডহক কমিটির সভাপতি হলেন আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল কলেজের এডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

(২৭ অক্টোবর) রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে ৬ মাসের জন্য ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন।

কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায়ী ও জামায়াত নেতা মাওলানা মোঃ মুজিবর রহমান।

বেনাপোল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে।

শিহাব নামে এক শিক্ষার্থী বলেন, আমরা জেনেছি দুইজন শিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তি কলেজের দায়িত্ব পাওয়ায় আমরা খুশি। যারা সামাজিক ও শিক্ষার সাথে জড়িত এমন ব্যক্তিরা কলেজের দায়িত্ব পাওয়ায় আমরা আশাবাদী যে নতুন নেতৃত্ব শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় কাজ করবে।