বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা


Al Amin প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ৪:২১ অপরাহ্ণ /
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে “বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়”র বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি- কাজী নাজিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেনাপোল এবং শার্শা উপজেলার নেতৃত্বদানকারী- আব্দুল মান্নান,উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আহসানুল কবীর।

অনুষ্ঠানে ৬ষ্ঠ,৭ম,৮ম এবং ৯ম শ্রেণী’র ০১ থেকে ১০ম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা এবং ১ম,২য় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে সন্মাননা পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও উন্মুক্ত প্রশ্নের জবাবে বেশ কয়েকজন উত্তরদাতাকে নিজ উদ্যোগে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।