মার্কিন স্টাইলের গণতন্ত্র এখন বিশ্বে অকার্যকর


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৩, ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ /
মার্কিন স্টাইলের গণতন্ত্র এখন বিশ্বে অকার্যকর

মার্কিন স্টাইলের গণতন্ত্র সারা বিশ্বে অকার্যকর প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গণজরিপ থেকে জানা গেছে, ৪৯ শতাংশ মানুষ মনে করে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আর একটি গণতান্ত্রিক দেশ থাকবে না। অর্ধেক মানুষ মনে করে, যুক্তরাষ্ট্রের নৈতিক মূল্যবোধ খুব খারাপ।

আর ৬৫ শতাংশ মানুষ মনে করে, সরকারি পদের নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রধান উদ্দেশ্য হল ব্যক্তিগত স্বার্থ অর্জন করা। বিশ্বের ৪৪ শতাংশ মানুষ মনে করে, যুক্তরাষ্ট্র হল বিশ্বের গণতন্ত্রের জন্য বৃহত্তম হুমকি।

চীনা মুখপাত্র ওয়াং ওয়েন বিন এই সম্বন্ধে বলেন, এর মূল কারণ হল মার্কিন রাজনীতিকরা গণতন্ত্রকে ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের স্বার্থ অর্জনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে।

চীনা মুখপাত্র বলেন, মার্কিন রাজনীতিকদের আচরণের বিরোধিতা করে মার্কিন জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণও এর সমর্থন করে না। সূত্র: সিআরআই।