মার্কিন হুমকি উপেক্ষা করেই ইরানের পাশে থাকার ঘোষণা দিল রাশিয়া


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১৪, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ /
মার্কিন হুমকি উপেক্ষা করেই ইরানের পাশে থাকার ঘোষণা দিল রাশিয়া

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা ও শুল্ক আরোপের হুমকি সত্ত্বেও রাশিয়া ইরানের সঙ্গে তার ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।ইরানের ওপর মার্কিন চাপের বিষয়ে প্রশ্ন করা হলে ল্যাভরভ বলেন, রাশিয়া তার দ্বিপাক্ষিক চুক্তিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবে। তিনি জোর দিয়ে বলেন যে, কোনো বহিঃশক্তি এই দুই দেশের মধ্যকার সম্পর্কের ধরন পরিবর্তন করতে পারবে না।

মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পদক্ষেপগুলো বৈশ্বিক ব্যবস্থাকে খণ্ডবিখণ্ড করছে এবং খোদ ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে।

মার্কিন আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের আমেরিকান সহকর্মীরা যখন এই ধরনের আচরণ করেন, তখন তাদের অনির্ভরযোগ্য মনে হয়।’ তিনি আরও যোগ করেন যে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যেসব নীতি প্রচার করে এসেছে, এখন সেগুলো বিসর্জন দিয়ে তারা কয়েক দশক ধরে গড়ে ওঠা আন্তর্জাতিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে।

ল্যাভরভ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই কর্মকাণ্ডগুলো এটাই ইঙ্গিত দেয় যে, আমাদের আমেরিকান সহকর্মীরা তাদের নিজেদের অংশগ্রহণে দীর্ঘ বছর ধরে গড়ে তোলা সম্পূর্ণ ব্যবস্থাটি ভেঙে ফেলার পথ বেছে নিয়েছেন।’

রুশ পররাষ্ট্রমন্ত্রীর মতে, বর্তমানে আন্তর্জাতিক শৃঙ্খলা ও বিশ্বায়ন প্রক্রিয়া কার্যকরভাবে ভেঙে পড়েছে।