মালেশিয়ায় ভবন থেকে পড়ে শার্শার যুবকের মৃত্যু, নিহতের পরিপারে চলছে শোকের মাতম


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ১৪, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ /
মালেশিয়ায় ভবন থেকে পড়ে শার্শার যুবকের মৃত্যু, নিহতের পরিপারে চলছে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদকঃ মালেশিয়ায় কাজ করার সময় বহুতল ভবন থেকে পড়ে যশোরের শার্শার শাওন হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১১টায় মালয়েশিয়ার মালাক্কা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন হোসেন উপজেলার মাঠিপুকুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

নিহতের পরিবার জানায়, প্রায় সাত বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমান শাওন হোসেন। সেখানে তিনি কনস্ট্রাকশনের কাজ করতেন। মঙ্গলবার সকালে নির্মাণাধীন একটি ২০তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন শাওন।

পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাওনের এমন আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবারের মাঝে শোকের মাতম নেমে আসে। তার বাবা-মা ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।