তবে প্রথম ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজও ছেড়ে কথা বলবে না, বাংলাদেশ দল সেটি জানে। আজ সংবাদ সম্মেলনে মিরাজ সে বিষয়ে বললেন, ‘ওরা ফিরে আসতে চাইবে। ওরা ফিরে আসলেও কীভাবে আসতে পারে, সেগুলো নিয়ে এরই মধ্যে কথা বলেছি। অধিনায়ক মিটিংয়ে কথা বলেছেন। দিনের শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব।’
জয়ের জন্য কী করতে হবে, সেটিও মনে করিয়ে দিয়েছেন এ অলরাউন্ডার, ‘জেতার জন্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ম্যাচ জিততে হলে যে প্রক্রিয়া—সেটি প্রত্যেক বিভাগেই ভালো করতে হবে। মাথায় অবশ্যই আছে ম্যাচ জেতার (ভাবনা), তবে কীভাবে জিতব, সেটিও মাথায় আছে। সে সব নিয়েই আলোচনা করেছি।’
প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি একটি রান আউট করে ম্যাচসেরা হন মিরাজ। তবে বাকি সব বোলারদের কথাই আলাদা করে বললেন তিনি, ‘গায়ানার উইকেটে স্পিনাররা অনেক সহায়তা পেয়েছি। নাসুম ভাই ভালো শুরু করেছে, মোস্তাফিজ উইকেট এনে দিয়েছে।
শাই হোপের রেকর্ড আমাদের সঙ্গে ভালো, ফলে ওর উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। আর আমিও চিন্তা করেছি, আমার ভূমিকা গুরুত্বপূর্ণ। মেরিট অনুযায়ী বল করার চেষ্টা করেছি। শরীফুলও অনেক ভালো করেছে। নাসুম উইকেট না পেলেও ভালো করেছে। তাসকিন ভাইও।’
আপনার মতামত লিখুন :