মুক্তির বার্তা 


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ /
মুক্তির বার্তা 

মুক্তির বার্তা 

।।মনিরুজ্জামান মনির।।

আজ আর চিল্লাতে পারিনা তেমন

বড় কষ্ট লাগে কন্ঠস্বরে,

তেমন তাকত নেই ঘূনেখাওয়া শরীরে,

ক্লান্তচোখে আসে ঘুমজড়িয়ে-

রাতের সমস্ত ঘুম নিলামে তুলে

আমি গল্পলিখি শ্মশানের।

পতাকা চুইয়ে ঝরছে গাঢ়নীল রক্ত

আমরা তবু নিরুপাই,

মোমবাতি জ্বেলে সমবেদনায় নিশ্চুপ

ব্যক্তিত্ব বলে কিছুই নায়।

লালসার চোখে রঙিন স্বপ্ন ধর্ষকের

প্রশাসন হাততালি দেয়,

চিৎকার করে উঠি ঘুমের ঘোরে

শুধু নিরব থাকার দায়।

জন্মের আগেই মরেছি আমরা

জন্মের পরে ভয়,

চাঁদেরগুড়ো লাগলে গায়ে তোর

বেঁচে থাকায় ভার।

প্রভাতফেরিতে ফুল ছুড়ে’দে আজ

স্মৃতীর অন্তঃপুরে,একাত্তরে

আসবে স্বাধীনতা বিজয় মিছিল

তবু মুক্তি’না পাবে।

কফিতে চুমুক লাগিয়ে লিখছি

লালস্য শ্মশানের গল্প,

মুক্তির বাণি আগামির আলোতে

মুক্তি আসছে,মুক্তি আসবেই।

স্বপ্ন বুনেছে মনির,কলমের আঁচড়ে

পুড়া বাঙালির অদৃষ্টে।