সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মেহেদী হাসান দিপু প্রায় অর্ধশতাধিক সম্মাননা অর্জন 


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ /
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মেহেদী হাসান দিপু প্রায় অর্ধশতাধিক সম্মাননা অর্জন 

নিজস্ব প্রতিবেদকঃ আলোকিত তরুণ সমাজসেবক ও বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান দিপু। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণি গ্রামের কৃতী সন্তান। তিনি

দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক  ও কল্যাণ মূলক কাজ করে যাচ্ছেন।

মালেশিয়া প্রবাসী হয়েও সামাজিক জনকল্যাণ কাজের জন্য যশোরের মণিরামপুর,ঝিকরগাছা ও শার্শা  উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রায় অর্ধশতাধিক সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।

মেহেদী হাসান দিপু বলেন, তার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন সমাজসেবা ও জনকল্যাণ মূলক কাজ করে যেতে চাই।  পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য এলাকাবাসী এবং দেশবাসীর সহযোগিতা ও দোয়া চাই।