যশোরে অসহায় শিশু আফিয়ার পাশে বিএনপি


Shohel Rana প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ /
যশোরে অসহায় শিশু আফিয়ার পাশে বিএনপি

নিজস্ব প্রতিবেদকঃ যশোর সদরের রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের এক দম্পতির ঘরে জন্ম নেয় শিশুকন্যা আফিয়া। জন্মের পর আফিয়ার গায়ের রং সাদা হওয়ায় তার বাবা স্ত্রী-সন্তানকে ত্যাগ করে চলে যায়। সেই থেকে শিশুটিকে নিয়ে তার মা মানবেতর জীবনযাপন করে আসছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ায় বিএনপি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ওই গ্রামে গিয়ে শিশুকন্যা আফিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আফিয়ার মায়ের সাথে কথা বলেন, খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী বাসস্থান নির্মাণসহ দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।