যশোরে আওয়ামীলীগের সাবেক কাউন্সিলরসহ ২ জনকে আটক করেছে পুলিশ


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৭:৪৬ পূর্বাহ্ণ /
যশোরে আওয়ামীলীগের সাবেক কাউন্সিলরসহ ২ জনকে আটক করেছে পুলিশ

আওয়ামী লীগ ছবি।

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান ও দরাজহাট ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি সাহেব আলীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করে থানা পুলিশ। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে,আটক মিজানুর রহমান দোহাকুলা গ্রামের মৃত ইছহাক মোল্যার ছেলে ও সাহেব আলী হাবুল্যা গ্রামের ইব্রাহিম মোড়লের ছেলে। দুইজনকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর উপজেলা আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দেহভাজন আসামি মিজানুর রহমান ও সাহেব আলীকে আটক দেখানো হয়েছে।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান সাংবাদিকদের জানান, আটকের পর মিজানুর ও সাহেব আলীকে রোববার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।