নিজস্ব প্রতিনিধি: যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম (৩৫) নামে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়(২ নভেম্বর) শনিবার বেলা ১১টায় তিনি মারা যান। পুলিশের ধারণা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তিনি। প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
নিহত আসাদুল ইসলাম যশোর শহরের খড়কি দক্ষিণ পাড়ার জহুরুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আসাদুল বাসের হেলপার হিসেবে কাজ করেন। তারা জানতে পারেন আজ ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ধর্মতলা এলাকায় রেললাইনের পাশে ফেলে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সকালে অজ্ঞাত পথচারীরা আহত অবস্থায় আসাদুলকে হাসপাতালে ভর্তি করে। এরপর তিনি মারা যান। ধারণা করা হচ্ছে আসাদুল ছিনতাইকারীদের হামলার শিকার হন। প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
আপনার মতামত লিখুন :