যশোর অফিসঃ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ইঞ্জিনের মাধ্যমে লাইনচ্যুত বগিটি সরিয়ে ফেললে দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।
যশোর স্টেশনের মাস্টার আইনাল হাসান জানান, পার্বতীপুর থেকে পিএসআইকে ৪০ ডাউন ট্রেনটি খুলনায় যাওয়ার সময় যশোর স্টেশনে আসে। এসময় ট্রেনের ৩৪টি বগির মধ্যে ৩১ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। পরে দ্রুত সময়ের মধ্যে বগিটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
আপনার মতামত লিখুন :