সোহেল রানাঃ যশোরে ১কেজি ৫শ’গ্রাম গাঁজাসহ নুর ইসলাম (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুর ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের মৃত- আব্দুল আজিজের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (এসআই) শেখ আবু হাসান, (এএসআই) এস এম ফুরকান, (এএসআই) শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানার চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১কেজি ৫শ’গ্রাম গাঁজাসহ নুর ইসলামকে আটক করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ সংক্রান্তে (এএসআই) এস এম ফুরকান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
আপনার মতামত লিখুন :