খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা’র মধ্যে দিয়ে যশোরে বিজিবি দিবস – ২০২৪ উদযাপিত


Al Amin প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ /
খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা’র মধ্যে দিয়ে যশোরে বিজিবি দিবস – ২০২৪ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকলের স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোরে ‘‘বিজিবি দিবস-২০২৪’’ উদযাপিত হয়।

এ উপলক্ষে রিজিয়ন কমান্ডার, দক্ষিণ পশ্চিম রিজিয়ন কর্তৃক মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে জীবন উৎসর্গকারী ০৮ জন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের (ইপিআর সদস্য) উত্তরাধিকারীগনকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ)-২০২৪ প্রাপ্ত সদস্যদের মহাপরিচালকের পক্ষ হতে রিজিয়ন কমান্ডার কর্তৃক ইনসিগনিয়া পরিধান করানো হয়। পরবর্তীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে দিবসটিকে তাৎপর্যপূর্ণ করতে প্রীতিভোজের আয়োজন করা হয়।

উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ পশ্চিম রিজিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ, যশোরস্থ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং দক্ষিণ পশ্চিম রিজিয়ন ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সকল কর্মকর্তা, অধস্তন কর্মকর্তা, বিভিন্ন পদবীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন।

দিবসটি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় দক্ষিণ পশ্চিম রিজিয়ন এর সাথে যৌথভাবে পালন করা হয়।