যশোরে মাদক মামলায় ৫ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৪, ২০২২, ৫:৫৩ পূর্বাহ্ণ /
যশোরে মাদক মামলায় ৫ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা

আঃজলিলঃ যশোরে মাদক মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। পলাতক আসামি রাজু কুমার বিশ্বাস ঝিকরগাছা উপজেলার জগদানন্দকাটি গ্রামের নিমাই চন্দ্র বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৩ অক্টোবর শার্শা থানা পুলিশ জানতে পারে উপজেলার বাগআচড়া গ্রামে একজন মাদক নিয়ে অবস্থান করছেন। বেলা ১২ টার পর তারা ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রাজু পালানোর চেষ্টা করে।

পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ১শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এ এসআই মাহামুদ হাসান বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে এসআই সাজ্জাদুর রহমান আদালতে চার্জশিট জমাদেন। সর্বশেষ বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষনা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।