যশোরে ম্যানেজারের বিরুদ্ধে কারখানা মালিকের মামলা


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৬, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ /
যশোরে ম্যানেজারের বিরুদ্ধে কারখানা মালিকের মামলা

যশোর শহরের শংকরপুর এলাকায় আহমেদুর রহমান প্রিন্স নামে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যাংক প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি শংকরপুর রেলস্টেশন বস্তি এলাকার বাসিন্দা এবং মৃত মুজিবর রহমানের ছেলে। এ ঘটনায় শংকরপুর টার্মিনাল এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানার মালিক আব্দুল গণি প্রিন্সের বিরুদ্ধে প্রথমে থানায় এবং পরে আদালতে অভিযোগ দায়ের করেছেন। মামলাটি আদালতে সিআর-৪৩৮৮/২৪ নম্বরে নথিভুক্ত রয়েছে।

অভিযোগে বলা হয়, কারখানা মালিক আব্দুল গণি বর্তমানে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা যশোর শহরের শংকরপুর এলাকায়। পূর্ব পরিচয়ের সূত্রে তিনি আহমেদুর রহমান প্রিন্সকে শংকরপুরে অবস্থিত ওই প্লাস্টিক কারখানার ম্যানেজারের দায়িত্ব দেন। দায়িত্ব পাওয়ার পর প্রিন্স নিজেকে কারখানার মালিক পরিচয় দিয়ে জাল কাগজপত্রের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে মোটা অংকের ঋণ গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আব্দুল গণি প্রথমে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হলে আহমেদুর রহমান প্রিন্স কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র বিক্রি করে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে আদালতে অপরাধ প্রমাণিত হলে আদালত তাকে সাড়ে ৭ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। তবে এখনো ওই টাকা পরিশোধ করা হয়নি বলে বাদীপক্ষ দাবি করেছে।

কারখানা মালিক আব্দুল গণি অভিযোগ করে বলেন, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, প্রিন্স নিজেকে কারখানার মালিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে সেই ভুক্তভোগীরা টাকার জন্য তাকেই চাপ দিচ্ছেন। বিভিন্ন স্থানে দেনার কথা বলে প্রিন্স তার শ্বশুরের কাছ থেকে প্রায় ১২ শতক জমি লিখে নিয়ে বিক্রি করে দিয়েছেন। তবে সেই অর্থ দিয়েও পাওনাদারদের টাকা পরিশোধ করেনি।