যশোর ইন্সটিটিউট আয়োজিত “সংবর্ধনা ও সাহিত্য ম্যাগ. ‘নৈকট্য’র প্রকাশনা উৎসব”


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২২, ৬:৫৩ পূর্বাহ্ণ /
যশোর ইন্সটিটিউট আয়োজিত “সংবর্ধনা ও সাহিত্য ম্যাগ. ‘নৈকট্য’র প্রকাশনা উৎসব”
যশোর ইন্সটিটিউট এর লাইব্রেরি বিভাগ আয়োজিত “সংবর্ধনা ও সাহিত্য ম্যাগ. ‘নৈকট্য’র প্রকাশনা উৎসব” ২৩.০৭.২০২২ তারিখ যশোর ইন্সটিটিউট অধ্যাপক মোঃ শরীফ হোসেন হলে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি: জনাব মোঃ তমিজুল ইসলাম (জেলা প্রশাসক,যশোর ও সভাপতি, যশোর ইন্সটিটিউট।) সংবর্ধিত অতিথি: জনাব হোসেনউদ্দীন হোসেন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক,ঝিকরগাছা, যশোর। বিশেষ অতিথি: কবি আরশি গাইন, সম্পাদক, নৈকট্য।
সভাপতি: ডা. মোঃ আবুল কালাম আজাদ লিটু (সাধারণ সম্পাদক, যশোর ইন্সটিটিউট)। আলোচক: এস.নিয়াজ মোহাম্মদ সম্পাদক, লাইব্রেরি শাখা, যশোর ইন্সটিটিউট। উপস্থাপনায় ছিলেন কবি মামুন আজাদ।
উপস্থিত ছিলেন: যশোর ইন্সটিটিউট পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ,আরো উপস্থত ছিলেন-অধ্যক্ষ পাভেল চৌধুরী, অধ্যাপক সফিয়ার রহমান, অধ্যাপক এম.এ.কাসেম অমীয়,অধ্যাপক পিনাকী গুপ্ত, কবি রকি মাহমুদ, কবি টিপু সুলতান, অধ্যাপক শওকত শাহী,অধ্যাপক সুরাইয়া শরীফ,অধ্যাপক তোজাম্মল হক,অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রাসিদা আক্তার লিলি প্রমুখ। ছবি ঋণ: কবি মামুন আজাদ।