এমএম কলেজে শিক্ষক-কর্মচারীদের আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনযশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘বেসিক আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স এন্ড স্টাফ’ শুরু হয়েছে।
শনিবার কলেজের সিইডিপি ট্রেনিং সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ও কোর্স ডিরেক্টর মর্জিনা আক্তার।
শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)’র আইডিজি সাব প্রজেক্টের অধীনে এই প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর নাসিম রেজা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোর্স কোঅর্ডিনেটর, আইডিজি ফোকাল পারসন ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশিদ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীরাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও আইডিজি টিম মেম্বার শাহ্জাহান কবীর।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনের পাশাপাশি যশোরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে এমএম কলেজ প্রথমবারের মত স্মার্টবোর্ড সংযোজিত স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।
আপনার মতামত লিখুন :