যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মানুষের ভীতি দূর করতে সম্প্রীতি পদযাত্রা


Al Amin প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ /
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মানুষের ভীতি দূর করতে সম্প্রীতি পদযাত্রা

যশোর প্রতিনিধি: যশোরে হিন্দু সম্প্রদায়সহ কিছু মানুষের মধ্যে যখন ভীতি কাজ করছে ঠিক সেই সময় তা দূর করতে জেলা প্রশাসন সর্বস্তরের মানুষ নিয়ে পদযাত্রার আয়োজন করে। (৮ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২ টা ২০ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম(বার)পিপিএম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, ইসলামী আন্দোলনের শোয়াইব হোসেন ও মাওলানা আব্দুল হালিম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।