যশোর ডিবির অভিযানে চুরির মালামালসহ চোর আটক, পিকআপ জব্দ


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ণ /
যশোর ডিবির অভিযানে চুরির মালামালসহ চোর আটক, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: যশোরের একটি ওয়েল্ডিংয়ের দোকান থেকে চুরি যাওয়া মালামালসহ চোরচক্রের সদস্যকে আটক এবং ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে ডিবি পুলিশ আটককৃত
হলেন, যশোর শহরের চাঁচড়া রায়পাড়া তুলোতলা এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া স্বপন শেখ (৩৪), পুরাতন কসবা বিমানবন্দর সড়কের বাসিন্দা জসিম উদ্দিনের অভিযোগ, বিমানবন্দর সড়কে এসপি বাংলোর
সামনে তার কসবা ওয়েল্ডিং নামে একটি দোকান রয়েছে। গত রোববার সকাল ৯টার দিকে কর্মচারীরা দোকানে গিয়ে দেখতে পান,শার্টারের হুক ভাঙা। তখন তারা শার্টার খুলে ভেতরে গিয়ে দেখেন, ৩টি ওয়েল্ডিং মেশিন,ক্যাবল, হোল্ডারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে। পরে খবর পেয়ে দোকান মালিক জসিম উদ্দিন প্রতিষ্ঠানে আসেন এবং বিষয়টি তিনি ডিবি পুলিশকে অবহিত করেন।এরপর ডিবি পুলিশের একটি টিম চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টার দিকে শংকরপুর পশু হাসপাতাল মোড়ে একটি পিকআপকে ঘিরে কয়েকজন অবস্থান করতে দেখে ডিবি পুলিশের সন্দেহ হয়। কিন্তু এরই মধ্যে ডিবি পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ডিবি পুলিশ সেখান থেকে স্বপন শেখ নামে একজনকে আটক করে। অন্যরা কৌশলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থেকে ওয়েল্ডিং দোকান থেকে চুরি যাওয়া জিনিস ও চোর চক্রের সদস্যকে আটক করেন এসআই মো. সোলায়মান আক্কাস ও খাঁন মাইদুল ইসলাম রাজিবের সমন্বয়ে আভিযানিক দল।