যশোর শিল্পকলা একাডেমির নির্বাচনে নিরঙ্কুশ জয় লাল-সবুজ প্যানেলের


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৩, ২০২২, ৬:২৯ পূর্বাহ্ণ /
যশোর শিল্পকলা একাডেমির নির্বাচনে নিরঙ্কুশ জয় লাল-সবুজ প্যানেলের

যশোর জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচনে লাল–সবুজ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ দাস এ ফল ঘোষণা করেন।

এতে আটটি পদে লাল-সবুজ ও রঙধনু পরিষদ নামের দুটি প্যানেলের ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আটটিতে জয় পেয়েছে লাল–সবুজ প্যানেল।

নির্বাচিত আটজন হলেন সহসভাপতির দুটি পদে সাজ্জাদুর রহমান খান (৪৮৬ ভোট) ও ফারাজী আহমেদ সাঈদ (৪৪৪), সাধারণ সম্পাদক মাহমুদ হাসান (৪৪০), যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে চঞ্চল কুমার সরকার (৪৩৪) ও অনুপম দাস (৪২৯) এবং কার্যকরী সদস্যের তিনটি পদে বাসুদেব বিশ্বাস (৪৯২), আতিকুজ্জামান (৪৮৬) ও শহিদুল হক (৪৩৯)।

এই আট পদের জন্য ভোট অনুষ্ঠিত হলেও শিল্পকলার গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি এবং জেলা সাংস্কৃতিক কর্মকর্তা কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া শিল্পকলা একাডেমির মহাব্যবস্থাপক চারজনকে এবং জেলা প্রশাসক একজনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনয়ন দেবেন।