যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে ইসরায়েলি বিমান হামলায় আরও ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, আগে আহত এক ব্যক্তি শুক্রবার মারা গেছেন।

গাজার দক্ষিণে গাবুন পরিবারের ১৬ জন সদস্য একটি বিমান হামলায় নিহত হয়েছেন। এছাড়া শেখ রাদওয়ানে এক ফিলিস্তিনি এবং খান ইউনিসের কাছে আরও দুইজন হামলায় প্রাণ হারিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, এই হামলাগুলো যুদ্ধবিরতির পর সংঘটিত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়।
ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরে যাওয়ার পর এবং উপকূলীয় আল-রাশিদ সড়ক খুলে দেওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়িতে ফিরে আসার যাত্রা শুরু করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অবস্থা এতটাই ভয়াবহ যে, মাসের পর মাসের বোমাবর্ষণের ফলে সেখানে প্রায় কিছুই অবশিষ্ট নেই। না অবকাঠামো, না বিশুদ্ধ পানি, না বিদ্যুৎ। কেবল কঙ্কালসার মতো ধ্বংসাবশেষ পড়ে আছে, যেখানে একসময় জীবন ছিল।
সূত্র: আল জাজির
আপনার মতামত লিখুন :