ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পাঁচ ইসরাইলি জিম্মির লাশ ফেরত দেবে। ইতোমধ্যে এসব লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইসরাইলি সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির ৩৩তম দিনে হামাস তাদের কাছে থাকা মৃত জিম্মিদের লাশ ফেরত দেবে, যা বৃহস্পতিবারের দিন পড়েছে। হামাস জানিয়েছে, এই পাঁচজন তাদের হেফাজতে থাকাকালীন মারা গেছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামাস দাবি করেছে, অধিকাংশ ইসরাইলি জিম্মি তাদের সেনাদের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে নিহত জিম্মিদের নাম ইসরাইলকে জানানো হবে। পরে লাশগুলো গাজা থেকে ইসরাইলে নিয়ে আসা হবে এবং ইসরাইলি সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হবে। সেখানে তাদের পরিচয় শনাক্তের কাজ সম্পন্ন হওয়ার পর পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। তবে সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, হামাস ওইদিন পাঁচ নয়, চারটি মরদেহ ফেরত দেবে।
এখনও পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, হামাস শুধু মৃত জিম্মিদের লাশই ফেরত দিচ্ছে না, বরং শনিবার (২৪ ফেব্রুয়ারি) তারা তিনজন জীবিত ইসরাইলি জিম্মিকেও মুক্তি দেবে।
যুদ্ধবিরতির অংশ হিসেবে এই লাশ ও জীবিত জিম্মি বিনিময় শান্তি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে। তবে সংঘাতের অবসান হবে কি না, তা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
আপনার মতামত লিখুন :