যুবদল নেতা বদিউজ্জামান হত্যায় সরকার দায়ী: ফখরুল


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২২, ৫:৫৫ পূর্বাহ্ণ /
যুবদল নেতা বদিউজ্জামান হত্যায় সরকার দায়ী: ফখরুল

যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান হত্যার ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকারের পতন অবশ্যম্ভাবী। তাই ক্ষমতার শেষ সময়ে এসে তারা মরণকামড় দিচ্ছে।

বদিউজ্জামান হত্যার প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। এতে তিনি দাবি করেন বদিউজ্জামানকে আওয়ামী সন্ত্রাসীরা দুপুর ১২টায় যশোর শহরের বেজপাড়ায় পৈশাচিকভাবে হত্যা করে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী নেতা–কর্মীদের একের পর এক হত্যা করছে। বদিউজ্জামানকে নির্মমভাবে হত্যা করা তারই একটি নারকীয় উদাহরণমাত্র। সহিংস রক্তপাতের মধ্য দিয়ে সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রতিটি হত্যার বিচার হবে বাংলাদেশের মাটিতে। এই সরকারের পতন অবশ্যম্ভাবী।’