লস অ্যাঞ্জেলেসএ হলিউড তারকাদের বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১০, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ /
লস অ্যাঞ্জেলেসএ হলিউড তারকাদের বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে লস অ্যাঞ্জেলেসবাসী। দাবানলের কারনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে শহরের শতাধিক বাড়িঘর। ইতোমধ্যে প্রাণে বাঁচতে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন অসংখ্য মানুষ। সেই তালিকা রয়েছে হলিউডের একাধিক তারকার বিলাসবহুল আবাসন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে হলিউড তারকা অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মোর ও বিলি ক্রাস্টেলদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সম্প্রতি হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী প্যারিস হিলটনের মালিবু মেনশন পুড়ে ভষ্ম হয়ে গেছে। তার একটি ছবি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে টিভিতে বসে দেখছি বিধ্বংসী দাবানলে আমার মালিবুর বাড়ি পুরো ধ্বংস হয়ে গেছে। এমনটা কারোর না হোক! এখানে আমার পরিবারে সঙ্গে স্মৃতি রয়েছে। সবাই নিরাপদে থাকুন। এখন এর চেয়ে বেশি কিছু বলার অবস্থা নেই।’

এছাড়া হলিউডের আরক তারকা অ্যাডাম ব্রডি এবং তার স্ত্রী লেইটন মিস্টারের লস অ্যাঞ্জেলসের ৫৫ কোটির বাড়িও পুড়ে ছাই হয়ে গেছে।
এএফপির ওই প্রতিবেদনে আরও বলা হয়, অস্কার বিজয়ী তারকা অ্যান্টনি হপকিনসের প্যালিসেডস এলাকার বিলাসবহুল বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির অবশিষ্ট বলতে কোন চিহ্ন পর্যন্ত নেই।

এছাড়াও কমেডিয়ান বিলি ক্রিস্টালেরও প্যাসিফিক প্যালিসেডসে তার বিলাসবহুল বাড়িঘর পুড়ে গেছে। এ ছাড়াও মাইলস টেলার ও তার স্ত্রী কেলেগ টেলারের ৬৮ কোটির বিনালবহুল বাড়িও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি বাড়ি পুড়ে যাওয়ার তালিকায় আরও তারকার নাম আসতে পারে বলেও জানানো হয়েছে।

দাবানলের এমন বিপর্যয়ে হলিউডসহ বিনোদন জগতের অনেক অনুষ্ঠানই বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩১তম বার্ষিক স্ত্রিন অ্যাকটর্স গিল্ড অ্যাওয়ার্ডস মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানও অন্তর্ভুক্ত। ৭ জানুয়ারি এই অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৫টি পৃথক অগ্নিকাণ্ড চলছে। এর মধ্যে প্যাসিফিক পালিসেডস এলাকায় আগুন ১৫ হাজার ৮৩২ একর জমি ধ্বংস করেছে। অন্যদিকে, সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন দাবানলে পুড়েছে ১০ হাজার ৬০০ একর জমি। এই দাবানলটি এরই মধ্যে পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে।