সংগঠনটিকে মানুষের বিশ্বাস অর্জন করতে শনিবার(১৫ ফেব্রুয়ারী) সকালে যশোরের শার্শার বাগআঁচড়া হাই স্কুল মাঠে পরিচিতি,মত বিনিময় ও শপথ গ্রহন অনুষ্ঠান আয়োজন করেন। এতে যশোর জেলা পুলিশ সুপার, শার্শা নির্বাহী কর্মকর্তা, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সাবেরুল হক সাবু,শার্শা থানা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নরুজ্জামান লিটন,শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ মোট ২৩ জনকে অতিথি করা হয়। তবে এই অনুষ্ঠানে একজন জামায়াত নেতা ছাড়া আর কোন আমন্ত্রিত অতিথিকে উপস্থিত হতে দেখা যায়নি।
এদিকে,শার্শা উপজেলা সমাজসেবা অফিস ও হিউম্যান রাইর্টস যশোরের কর্মকর্তারা জানিয়েছেন এটি একটি ভুঁইফোঁড় সংগঠন। এদের বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।
খোজ নিয়ে জানা গেছে, বাগআঁচড়া ইউনিয়ন ওলামালীগের সাবেক সভাপতি মৃত নেছার উদ্দীনের ছেলে আসাদুজ্জামান আসাদ। তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলেন।গত দুই বছর আগে দেশে এসে বেকার জীবনযাপন করছিলেন।
শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নরুজ্জামান লিটন জানান,তারা দাওয়াত পেয়েছিলেন। তবে সংস্থাটির বিষয়ে খোঁজখবর নিয়ে ভালো তথ্য না পাওয়ায় তারা উক্ত সভায় যাননি ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম তিনি কেন আসেননি জানতে চাইলে বলেন,তিনি সরকারি কাজে ব্যস্ত আছেন।এ সময় তিনি সংস্থাটির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং সাংবাদিকদের ও খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করেন।
অভিযুক্ত আসাদ জানান,আমাদের সংস্থার নিয়ম হচ্ছে সদস্য হতে গেলে সর্বনিম্ন ১ হাজার থেকে ২ হাজার টাকা দিতে হয়।তিনি এই টাকা কতজনের কাছ থেকে নিয়েছেন জানতে চাইলে তিনি তড়িঘড়ি করে আলাপকলটি কেটে দেন।
হিউম্যান রাইর্টসের যশোরের নির্বার্হী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান,এ সব কতিপয় ভুয়া সংগঠনের লোকজন সেবা প্রার্থীদের ভুল বুঝিয়ে মানবাধিকারের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।পারিবারিক, জমি জমা সংক্রান্তসহ যে কোনো সমস্যা সমাধানের নামে অর্থ আদায় করে তারা।
শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদ মিলন জানান,এ নামের মানবাধিকার সংস্থার বিষয়ে তার কাছে এবং অফিসে কোন তথ্য নেই।বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলে তিনি জানান।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান,সংস্থাটির বিষয়ে আমার জানানেই। তবে সংগঠনটি যদি প্রতারণার সাথে জড়িত থাকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ৷
ReplyForward
|
আপনার মতামত লিখুন :