শার্শায় গরুর ল্যাপস্কিন রোগের ভ্যাকসিন ক্যাম্পইন অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ /
শার্শায় গরুর ল্যাপস্কিন রোগের ভ্যাকসিন ক্যাম্পইন অনুষ্ঠিত

বেনাপোল(যশোর)প্রতিনিধি :যশোরের শার্শায় গবাদি পশুর এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৯-৯-২৫) সকাল ১১ টায় শার্শা উপজেলার লাউতাড়া প্রাইমারী স্কুল মাঠে এ ভ্যাকসিনেশন ক্যাম্পইন’র উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান ।

শার্শা উপজেলা প্রশাসনের অর্থায়নে ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সার্বিক সহযোগিতায় ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠানে উপজেলার লাউতাড়া ও সাতমাইল গ্রামের ৩৩০টি গরুকে এলএসডি রোগের ভ্যাকসিনেশন বিনামূল্যে প্রদান করা হয়।

শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার শাহা জানান, প্রতিবছর শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় লাম্পিস্কিন ডিজিস (চামড়ার উপরে পক্স) রোগে অনেক গরু মারা যায়। তিনি বলেন মারাত্বক এ রোগে গরুর বাছুর খুবই ঝুকিপূর্ণ। এ জন্য শার্শা উপজেলা প্রশাসনের অর্থায়নে ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় লাউতাড়া ও সাতমাইল গ্রামে প্রাথমিক ভাবে ৩৩০টি গরুর বাছুরকে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান বলেন, গবাদি পশুর এলএসডি রোগ খুবই মারাত্বক ও ঝুকিপূর্ণ। এ রোগে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায়। সে জন্য গবাদি পশুর মৃত্যুরোধ করতে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন পর্যায় ক্রমে শার্শা উপজেলা বিভিন্ন ইউনিয়নে দেওয়া হবে বলে জানান তিনি।

উক্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ আর উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তপু কুমার সাহা, ডাক্তার রুবাইয়াত ফেরদাউস, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক,ও গবাদি পশু পালনে সম্পৃক্ত ব্যক্তিগণ ।