শার্শায় ডিহিতে ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ২৬, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ /
শার্শায় ডিহিতে ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা

সোহেল রানা/ শেখ সেলিমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক আশরাফুল আলম বাবু,সালাউদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইমদাদুল হক ইমদা,কেন্দীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,সেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপনসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু,কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ওয়াছি উদ্দিন,ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খাঁন, লক্ষনপুর ইউনিয়নের সভাপতি আহসান হাবিব, উপজেলা মহিলা দলের সভানেত্রী পারুল বেগম, ডিহি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মইনুদ্দিন মনু, শেখ রমজান আলী,কামাল হোসেন মেম্বর,খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সর্দার, সাংগঠনিক সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ন সাধারণ ছাব্দার আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুস সালাম,ডিহি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আল হেলাল, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক ফজের আলী, আনোয়ার হোসেন,সাইফুল ইসলাম, শরিফ মাহমুদ, কৃষক দলের সহ-সভাপতি ইসমাইল হোসেন, যুবদল নেতা, কবির হোসেন, রুনু বিশ্বাসসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।