শার্শার নাভারণে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ২


Sarsa Barta প্রকাশের সময় : মে ১১, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ /
শার্শার নাভারণে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ২

সাবা ডেস্ক: শার্শার নাভারনে খুলনা – বেনাপোল গামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

রবিবার (১১ মে) দুপুর ৪টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা মারে।

এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজে রেফার্ড করে ও ড্রাইভার মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সরেজমিনে গিয়ে দেখা যায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে ও বেত্রাবতী এক্সপ্রেস চাইনচুত না হলেও ইন্জিন বিকল হয়ে যায়।

স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বেত্রাবতী এক্সপ্রেস বিকেল ৫.৩০টায় খুলনায় উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ইন্জিন বিকল হওয়ায় ২ ঘন্টা সময় বিলম্ব হতে পারে । এই মূহুর্তে ট্রেনের ইন্জিনের কাজ চলমান রয়েছে ।