শার্শার শিকারপুর সীমান্তে পুলিশের অভিযানে ফেনসিডিল জব্দ


Shohel Rana প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৫, ২:২১ অপরাহ্ণ /
শার্শার শিকারপুর সীমান্তে পুলিশের অভিযানে ফেনসিডিল জব্দ

সোহেল রানাঃ যশোরের শার্শার সীমান্তবর্তী শিকারপুর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মেহেগনি বাগানের পাশে ধান ক্ষেত থেকে এ ফেনসিডিল জব্দ করা হয়।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আনিসুর রহমানের নেতৃত্বে (টুআইসি) (এএসআই) সিলন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে শিকারপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মেহেগনি বাগানের পাশে ধান ক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ফেনসিডিল ভর্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তায় রক্ষিত অবস্থায় ১০০বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এঘটনায় দুইজনকে পলাতক আসামি করে শার্শা কথায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীরা হলেন, আতিয়ার রহমানের ছেলে শান্ত হোসেন (২৭),ও বাবু হোসেন (২৫) শ্বশুর-মোঃ মহিউদ্দিন তারা উভয়ই শিকারপুর গ্রামের বাসিন্দা।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, এঘটনায় সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামীরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। দুইজনকে পলাতক আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।