টিটু মিলনঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যশোরের শার্শায় উপজেলা আয়োজনে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়, হাঁস-মুরগি পালন বিষয়ে তিন দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ সোমবার শুরু হয়েছে।
বিআরডিবি’র প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রশিক্ষণ উদ্বোধন করেন বিআরডিবি’র ভারপ্রাপ্ত মহাপরিচালক এসএম মাসুদুর রহমন।
বক্তব্য দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকতা নারায়ন চন্দ্র পাল, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন,শার্শা উপজেলা (বিআরডিবি’র) প্রধান কর্মকর্তা আবু বিল্লাল হোসেন,শার্শা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন সহ প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :