শার্শায় এমপি আফিল উদ্দিন’র মায়ের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত 


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ /
শার্শায় এমপি আফিল উদ্দিন’র মায়ের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত 
সোহেল রানাঃ যশোরের শার্শা আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের রত্নগর্ভা মা এবং বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব শেখ আকিজ উদ্দিন এঁর সহধর্মিণী ছকিনা বেগমের সুস্থতা কামনায় শার্শায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলার শাড়াতলা গোকর্ণ দাখিল মাদ্রাসার উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল ওহাবের সঞ্চালনায় এবং মাদ্রাসা পর্ষদের সভাপতি ডাঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক নুর ইসলাম তরফদার, সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, লিলিফুন্নাহার,মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন,  আবু হানিফসহ মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে আফিল উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক কারী নূর ইসলাম।