শার্শা’য় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৯, ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ /
শার্শা’য় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ
টিটু মিলন শার্শা প্রতিনিধি: শার্শা’য় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১০ টা থেকে দিনব্যাপী শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাক্তার ইউসুপ আলী ও শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান।
উক্ত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণে ছিলেন নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলসান, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা প্রমুখ।