শার্শায়  সাজু নামে এক যুবকের আত্নহত্যা


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৯:০১ অপরাহ্ণ /
শার্শায়  সাজু নামে এক যুবকের আত্নহত্যা

টিটু মিলনঃ যশোরের শার্শায় সাজু হোসেন (৩০) নামে এক যুবক বাঁশের সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার ভোরে উপজেলার নাভারণ দ: বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজু হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতের কোন এক সময় বাড়ির পাশেই বাঁশ বাগানে বাঁশের সাথে উড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে।
তাত্ক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কোন কারন বলতে পারিনি নিহত সাজুর পরিবার।স্থানীয় ইউপি সদস্য শাহিন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কি কারনে সে আত্মহত্যা করেছে এখনি বলতে পারছিনা।

এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।