শার্শা বেনাপোলে দুটি অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-২


Sarsa Barta প্রকাশের সময় : জুন ৯, ২০২২, ৫:০৮ অপরাহ্ণ /
শার্শা বেনাপোলে দুটি অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-২

আঃজলিলঃ

যশোরের শার্শা ও বেনাপোলে পৃথক দুটি অভিযানে ১৫১ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে পানবুড়ি গ্রাম ও কৃষ্ণপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সোনাবাড়ীয়া উত্তরপাড়ার নুর ইসলামের ছেলে হুমায়ুন কবির (২২) ও বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর পূর্বপাড়ার গোলাম রসুলের ছেলে হাফিজুর রহমান (২৬)।

ডিবি পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানার পানবুড়ি গ্রামস্থ সাতক্ষীরা টু নাভারন হাইওয়ে রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক সেলিমের তালাবদ্ধ বসতঘরের সামনে হইতে ১০০ বোতল ফেন্সিডিলসহ হুমায়ুনকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২ লক্ষ টাকা।

অপরদিকে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানার কৃষ্ণপুর গ্রামস্থ ধৃত আসামী হাফিজুরের বসতবাড়ীর উঠান হইতে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করেন।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১ লক্ষ ২ হাজার টাকা। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের হয়েছে।