নতুন গানের ভিডিও নিয়ে এসেছেন আলোচিত ও সমালোচিত গায়ক নোবেল। সাধারণত যে ধরনের গান তিনি করেন, তা থেকে এটি একটু অন্য রকম বলে জানালেন তিনি।
নোবেল বলেন, ‘এটি পপ ধাঁচের, একটু ড্যান্স বিটের গান। একেবারেই তরুণদের জন্য করা গানটি। তাঁরা মজা পাবেন গানটিতে।’ তিনি আরও বলেন, ‘পপ ধাঁচের হলেও গানের মধ্যে একটা স্যাড রোমান্টিকতা আছে।’
‘অপর প্রান্তে’ শিরোনামে গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন শওকাত। গতকাল মঙ্গলবার ইউটিউব চ্যানেল শওকাত–এ প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিওটি।
নানা কারণে আলোচিত–সমালোচিত নোবেল বেশ কিছুদিন ধরেই কাজ নিয়ে খবরে নেই। কারণ কী? জানতে চাইলে প্রথম আলোকে সারেগামাপা–খ্যাত এই শিল্পী বলেন, ‘গান তো করছি। ঝড়ের পূর্বে শান্ত থাকাই ভালো। আমার অবস্থা তাই। দর্শক চাইলে ঝড় উঠবে। আমি ওঠাতেও চাই।’
স্ত্রী ও দেশের গুণী শিল্পীদের নিয়ে মাঝে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েন নোবেল। এখন আর সমালোচনা চান না। হাসতে হাসতে নোবেল বলেন, ‘না ভাই, না। এগুলো যা হয়েছে, তা শেষ হয়ে গেছে। আর নয়। এখন গান ছাড়া কোনো কিছু দিয়ে আর ঝড় তুলতে চাই না।’
‘অপর প্রান্তে’ গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। গানটির ভিডিওর গল্প প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘মিডিয়ায় কাজ করা এক নায়িকার জীবনের গল্প ভিডিওতে উঠে এসেছে। কাজ শেষে, দিন শেষে নায়িকারা কোথায় যেন একা! বিষয়টি এমন।’ গল্পে মডেলের পাশাপাশি গায়ক ও সুরকারকেও দেখা যাবে ভিডিওতে।
শওকাতের সঙ্গে আরও দুটি গান করার কথা আছে নোবেলের। এই শিল্পীর সর্বশেষ গান ছিলমুখোশসিনেমায়। মাস ছয়েক আগে গানটি ইউটিউব প্রকাশিত হয়।
আপনার মতামত লিখুন :