সারা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, তা সম্পূর্ণভাবেই সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা সিটি (কুসিক) নির্বাচন সম্পর্কে তিনি বলেন, সরকারের কারণেই সরকার দলীয় এমপি সেখানে অবস্থান করেছেন। নির্বাচন কমিশন থেকে তাকে চিঠি দেওয়ার পরেও তিনি সেখান থেকে বের হননি। এর ফলে চিফ ইলেকশন কমিশন থেকে শুরু করে ইলেকশন কমিশন নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন।
এ ঘটনা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে, পুরো নির্বাচনী ব্যবস্থাই সরকারের নিয়ন্ত্রণে। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, বহুমাত্রিকতা বিএনপির রাজনৈতিক আদর্শ। বারংবার অবৈধ স্বৈরাচারি গোষ্ঠির কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করেছে বিএনপি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান আওয়ামী সরকার পুরনো বাকশালের পুনরুত্থান ঘটিয়েছে। সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে।
অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে।
সরকার দেশ থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোকে ধ্বংসের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই সারাদেশে নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন :