সীতাকুণ্ডে আগুনঃ শফিউলের অন্তঃসত্ত্বা স্ত্রী বারবার জ্ঞান হারাচ্ছেন


Sarsa Barta প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ১১:৩৩ অপরাহ্ণ /
সীতাকুণ্ডে আগুনঃ শফিউলের অন্তঃসত্ত্বা স্ত্রী বারবার জ্ঞান হারাচ্ছেন

দ্রুত শেয়ার করুন-

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে নিহত সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফায়ার সার্ভিসকর্মী শফিউল ইসলামের (২২) পরিবারে চলছে মাতম। একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শফিউলের বাবা আবদুল মান্নান। বাব বার জ্ঞান হারাচ্ছেন শফিউলের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আখি খাতুন (১৮)।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামের আবদুল মান্নানের ছেলে শফিউল দুই বছর ধরে কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগলে কুমিরা ফায়ার স্টেশনের অন্য সদস্যদের সঙ্গে শফিউলও অংশ নেন। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এক পর্যায়ে আগুনের ফায়ার সার্ভিসের ৯ সদস্যের মৃত্যু। এদের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শফিউলও রয়েছেন।

প্রায় দুই বছর আগে চাকরি পাওয়ায় পরিবারে এসেছিল সচ্ছলতা। শফিউলের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এলাকাবাসী। কিন্তু কোনোভাবেই শফিউলে স্ত্রী আখিকে বোঝানো যাচ্ছে না। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আখি খাতুন বার বার জ্ঞান হারাচ্ছেন । জ্ঞান ফিরলে তিনি বিলাপ করছেন।

Sirajgonj-

ফায়ার সার্ভিসকর্মী শফিউল ইসলাম।

শফিউল ইসলামের বাবা আবদুল মান্নান মোবাইল ফোনে জানান, ছেলের লাশের জন্য তিনি ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে অবস্থান করছেন। সোমবার ছেলের লাশ নিয়ে গ্রামে ফিরবেন।