সেনাপ্রধান মুনির পাকিস্তানকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন’ অভিযোগ করলেন ইমরান খান


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ / ০ Views
সেনাপ্রধান মুনির পাকিস্তানকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন’ অভিযোগ করলেন ইমরান খান

জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান দেশের জন্য ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের নীতিগুলিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। তিনি সেনাপ্রধানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ‘উস্কে’ দেওয়ার অভিযোগও করেছেন।

শেহবাজ শরিফ সরকারের বিশেষ ‘অনুমতি’ পাওয়ার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বোন ডাঃ উজমা খান তার সঙ্গে দেখা করার একদিন পর মুনিরের বিরুদ্ধে এই মন্তব্য করলেন ইমরান খান। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ ইমরান উর্দুতে একটি পোস্ট করেছেন। অনুবাদ করলে যার অর্থ, ‘আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। তার নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যা আমাকে কষ্ট দিচ্ছে।’

তিনি আরও লিখেছেন, “পাকিস্তানের স্বার্থ নিয়ে আসিম মুনিরের কোনও উদ্বেগ নেই। তিনি কেবল পশ্চিমি শক্তিগুলিকে খুশি করার জন্যই এই সব করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা উস্কে দিয়েছিলেন যাতে আন্তর্জাতিকভাবে তাকে একজন তথাকথিত ‘মুজাহিদ’ (ইসলামিক যোদ্ধা) হিসেবে দেখা যায়।”

ইমরান দাবি করেছেন যে তিনি আফগানিস্তানে ড্রোন হামলা এবং নিজস্ব জনগণের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন কারণ এটি আরও সন্ত্রাসবাদের দিকে পরিচালিত করবে। এমনকি ইমরান মুনিরকে মানসিকভাবে ‘অস্থির’ বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন যে তার ‘দেউলিয়া নৈতিকতা পাকিস্তানে সংবিধান এবং আইনের শাসনের সম্পূর্ণ পতনের দিকে পরিচালিত করেছে’।

গত মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তার বোন উজমা খানুম। মঙ্গলবার ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে বেরিয়েই তার দাবি, সুস্থই আছেন ইমরান! তবে, জেলের মধ্যে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।

ইমরান খানের দল, পিটিআই, আরও অভিযোগ করেছে যে সাবেক প্রধানমন্ত্রীকে নির্জন কারাগারে রাখা হয়েছে যেখানে বিদ্যুৎ বা সূর্যালোক নেই, খাবার সন্দেহজনক, বিশুদ্ধ পানি নেই, কোনও চিকিৎসা সহায়তা নেই এবং বন্দিদের জন্য সাধারণত উপলব্ধ কোনও মৌলিক সুযোগ-সুবিধা নেই।

এর আগে ইমরান বলেছিলেন, “যদি আমার কিছু হয়, তাহলে সেনাপ্রধান এবং আইএসআই-এর ডিজি দায়ী থাকবেন।” তিনি আরও বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বন্দিকে যে সুযোগ-সুবিধা দেওয়া হয় আমাকেও তাই দেওয়া হয়েছে।”

দুর্নীতি ও সন্ত্রাসবাদের মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে আটক ইমরানকে কারাগারের ভিতরেই হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর গত সপ্তাহ থেকে আদিয়ালা কারাগারের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আদালতের নির্দেশ সত্ত্বেও গত কয়েক সপ্তাহ ধরে ইমরানের পরিবারের সদস্যদের তাঁর সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার পরেই এই গুজব ছড়িয়ে পড়ে।

যদিও আদিয়ালা জেল প্রশাসন এবং সরকার দাবি করেছিল যে ইমরান সুস্থ আছেন এবং তিনি ‘সম্পূর্ণ চিকিৎসা সেবা’ পাচ্ছেন। আদিয়ালা জেল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছিল, “আদিয়ালা জেল থেকে তাঁর (ইমরান) স্থানান্তরের খবরের কোনও সত্যতা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।”