‘হাতি আপনাদের মেহমান, ক্ষতি করবেন না-’রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ণ /
‘হাতি আপনাদের মেহমান, ক্ষতি করবেন না-’রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান

বন্য হাতির ক্ষতি না করার আহ্বান জানিয়ে চট্টগ্রামের আনোয়ারা বন বিভাগের দায়িত্বে থাকা বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেছেন, হাতি আপনাদের মেহমান। মেহমান এসে ফসল খেয়ে ফেললেও তাদের কোনো ক্ষতি করবেন না।

তিনি বলেন, ফসলের ক্ষতি হলে সরকার আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেবে। কেউ যেন হাতির ক্ষতি না করে।

বুধবার সকালে আনোয়ারায় বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনিসুজ্জামান শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার মাজহারুল ইসলাম ও মো. ফোরকান মিয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে ১১ জন ক্ষতিগ্রস্তকে ৪ লাখ ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। পরে মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আইন ও বিধিমালা–সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।