হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর দাফন অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ণ /
হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর দাফন অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি

হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহকে ২৩ ফেব্রুয়ারি লেবাননের বৈরুতে দাফন করা হবে। কয়েক মাস আগে ইসরায়েলের বিমান হামলায় তিনি নিহত হন, তবে সংঘাতপূর্ণ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তার দাফন স্থগিত রাখা হয়েছিল।

হাসান নাসরাল্লাহ ৩০ বছরেরও বেশি সময় হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় তিনি নিহত হন। তখন ইসরায়েল হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। হিজবুল্লাহর বর্তমান নেতা নাঈম কাসেম জানান, নাসরাল্লাহ নিহত হওয়ার পর সংগঠনটি ধর্মীয় রীতিনীতি মেনে অস্থায়ী দাফনের ব্যবস্থা করে।

নাঈম কাসেম রোববার (০৩ ফেব্রুয়ারি) এক টেলিভিশন ভাষণে বলেন, ২৩ ফেব্রুয়ারি নাসরাল্লাহ ও অপর হিজবুল্লাহ নেতা হাশেম সাফিয়েদ্দিনের জন্য একটি বড় শোকযাত্রা আয়োজন করা হবে। সাফিয়েদ্দিন, যিনি নাসরাল্লাহের মৃত্যুর কয়েকদিন পর এক ইসরায়েলি হামলায় নিহত হন, তিনিও সংগঠনের পরবর্তী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই তিনি নিহত হন। নাসরাল্লাহকে বৈরুতের একটি নির্দিষ্ট স্থানে দাফন করা হবে, আর সাফিয়েদ্দিনকে দক্ষিণ লেবাননের দেইর কানুন গ্রামে সমাহিত করা হবে।

হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের মধ্যে এই দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কার্যক্রম শুরু করলে সংঘাত আরও বেড়ে যায়। নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বর্তমান জটিল পরিস্থিতিতে নাসরাল্লাহের দাফন লেবাননের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র : আল-জাজিরা