যশোরের শার্শায় কৃষক বেশে ভারত থেকে মাদক আনার সময় ৫শ’ ৪০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে উপজেলার ঘিবা সীমান্তের ২৩ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভেতরের মাঠ থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন ঘিবা গ্রামের আরশাদ আলীর ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারত থেকে হেরোইন আনা হবে ছদ্মবেশে। এমন সংবাদের প্রেক্ষিতে ঘিবা বিজিবি ক্যাম্পের টহলদল কৃষকের ছদ্মবেশ থাকা জাহাঙ্গীরের গতিবিধি নজরদারিতে রাখেন।
ওই সময় সে ভারতীয় একজন ছদ্মবেশি কৃষকের কাছ থেকে হেরোইনের চালানটি গ্রহণ করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৫শ’ ৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা বলে তিনি জানান। এই সময় তার কাছে থাকা একটি গরু উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :