৭ম কাদামাটি সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য “কবিতা দ্রোহের অনলে পুড়ে বিপ্লবের জয়গান গেয়ে উঠুক”
তারিখ: ০৭.০২.২০২৫
স্থান: কপোতাক্ষ তীরবর্তী শতাব্দীর বটবৃক্ষ ছায়া নিবিড় বঙ্গবন্ধু পার্ক,কাটাখাল,ঝিকরগাছা,যশোর।
প্রধান অতিথি: প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ, উপাচার্য, যবিপ্রবি,যশোর।
প্রধান আলোচক: জনাব মোঃ আসাদুজ্জামান, উপসচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ,যশোর।
বিশেষ অতিথি: জনাব ভুপালী সরকার, উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা, যশোর।
সভাপতি: কবি ড. সবুজ শামীম আহসান।
সঞ্চালনা: কবি, লালন গবেষক সাইফুদ্দিন সাইফুল, সভাপতি, ঝিকরগাছা সাহিত্য পরিষদ।
সুবর্ণ অতিথি:
জনাব নাভিদ সারওয়ার, জনাব বাবলুর রহমান খান,বাবুর আলী গোল্দার,আর এম কবিরুল আলম দীপু,মোঃ কাদেরুজ্জামান,টি এম মেজবাহ উদ্দিন, মোঃ আব্দুর রহিম, প্রফেসর কার্তিক চন্দ্র রায়,মোঃ আহসানুর রহমান, মোস্তাফিজুর রহমান আজাদ,মোঃ শিহাব উদ্দিন, মোঃ জামাল উদ্দীন।
সুবর্ণ আলোচকঃ
জি এম মুছা, স ম তুহিন, ডা. মোকাররম হোসেন,তাপস মজুমদার, শেখ মাফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, এম এ কাসেম অমিয়,হোসাইন নজরুল হক, তোজাম্মেল হক, মাসুমা মিম,রকি মাহমুদ, এম এন এস তুর্কী,সাইদুর রহমান, মনিরুজ্জামান।
উজ্জ্বল উপস্থিতি:
মোঃ শিহাব উদ্দিন, সালাম গফফার ছন্দ, বকুল হক, চিত্রকর মলয় বিশ্বাস, মন্ময় মনির, শুভ্র আহমেদ, বাগবুল মাহবুব, মাসুদা বিউটি, জাহিদুল ইসলাম মাটি, হাসান মাহমুদ, সাইদুর রহমান বাবু, এম এম নজরুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :