দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী অঞ্জনা রহমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে হারিয়ে শোকাহত তারকারা।
অঞ্জনার সহকর্মী নায়ক উজ্জল বলেন, অঞ্জনা নৃত্যশিল্পী ছিলেন, যখন নৃত্যতে যারা বিশেষায়িত ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন। পরে তিনি নিজস্ব প্রতিভা নিয়ে চলচ্চিত্রেও জায়গা করে নেন। আমরা যখন চলচ্চিত্রে কাজ করেছি, তখন ভেতরে ভেতরে কারও জেলাসি থাকত না-তবে প্রতিযোগিতা থাকত।
অঞ্জনা খুব সহজ-সরল মানুষ ছিলেন। সবসময় স্বাভাবিকভাবে সবার সঙ্গে মিশত। সবার সঙ্গে তার যে আন্তরিক সম্পর্ক ছিল, সে কারণেই আমি মনে করি চলচ্চিত্র শিল্পের অনেকেই আজ তার বিদায়লগ্নে এফডিসিতে এসে উপস্থিত হয়েছেন। এটি অঞ্জনার সরলতার অনেক বড় একটা প্রাপ্তি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন। অঞ্জনার মৃত্যুর খবরে শাকিব খান ফেসবুকে লিখেছেন, ‘অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
খলঅভিনেতা মিশা সওদাগর শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কিংবদন্তি বাংলাদেশি চিত্রনায়িকা অঞ্জনা আপা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমার শোক জানানোর কোনো ভাষা নেই। দোয়া করবেন।’
জায়েদ খান লিখেছেন, ‘কত স্মৃতি আপনার সঙ্গে, কীভাবে ভুলব? না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা সুলতানা। তার জন্য দোয়া কামনা করছি।’
অভিনেতা অমিত হাসান লিখেছেন, ‘অঞ্জনা আপু আর দেখা হলো না। না ফেরার দেশে আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমিন।’
অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি লিখেছেন, ধরে রাখতে পারলাম না তোমাকে, জানি না কতটা কষ্ট নিয়ে চলে গেছ। তোমার আত্মাটা যেন শান্তি পায় সেই দোয়াটা থাকল, অঞ্জনা আন্টি তুমি ভালো থেক, যেখানেই থাক।’ পূজা চেরী লিখেছেন, ‘ভেতরটা ধুঁক করে উঠল।
ভালো থাকবেন আপনি যেখানেই থাকুন।’ উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইসে/ লাল লাল নীল নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইসে’ আশা ফুরানোর আগেই আপনার জীবন ফুরিয়ে গেল, নয়ন জুড়ানোর আগেই আপনার নয়ন বন্ধ হয়ে গেল! আপনি চলে গেলেন আমাদের ছেড়ে।
আপনার মতামত লিখুন :