অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ- অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ /
অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ- অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান – ছবি – ইন্টারনেট

সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ- এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেয়া হয়েছে। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে,’ বলেন আসাদুজ্জামান।

এছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

‘ব্যক্তিগতভাবে চাই এই অনুচ্ছেদের সংস্কার হোক। তাহলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর জেঁকে বসতে পারবে না,’ যোগ করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে, তাতে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান জানান, শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আনতে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র : বিবিসি