সামাজিক মাধ্যমে কার কত ফলোয়ার, সেটা বেশ গুরুত্বপূর্ণ তারকাদের জন্য। হোক সেটা বলিউড কিংবা অন্যকোন ইন্ড্রাস্ট্রিতে। সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধে অপারেশন সিঁদুর সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় নানা কথা লিখেছেন বলিউড তারকারা। ফলে হুড়মুড় করে ফলোয়ার্স কমতে শুরু করল তাদের। চলতি মাসের সাত-আট তারিখ থেকে আলিয়া ভাট, অজয় দেবগণ, কার্তিক আরিয়ান, সারা আলি খান বা জাহ্নবী কাপুরের মতো তারকাদের ফলোয়ার্স কমেছে।
পাকিস্তানের বিপক্ষে কথা বলায় দক্ষিণ এশিয়ার বহু মানুষ এই তারকাদের আনফলো করতে শুরু করেছে। এমনকি গ্লামার কুইন আলিয়া ভাট একদিনে ১ লাখ অনুসারী হারিয়েছেন। কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ৬০ হাজার। অজয় দেবগণকে একদিনে ২০,০০০ ফলোয়ার আনফলো করে দিয়েছেন।
আগের সপ্তাহে পাকিস্তানের বেশ কয়েকজন তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। তার প্রতিবাদে বিভিন্ন দেশে বলিউড তারকাদের ফলোয়ারের সংখ্যা কমে গেছে। বলিউডের পাশাপাশি টলিপাড়ার শিল্পীদের অনেক ফলোয়ার রয়েছে বাংলাদেশে। ভারত-বাংলাদেশ রাজনৈতিক সমীকরণের প্রভাব টলিপাড়ার শিল্পীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর কতটা পড়বে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়াতে কার কত ফলোয়ার, তার ওপর ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজ নির্ভর করে। তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি কোনও গ্রোথ না থাকে, সেটা সমস্যায় ফেলে তারকাদের।
ভারত-পাকিস্তান ইস্যুর পর থেকে বলিউড তারকাদের অনুসারীর সংখ্যা হুড়মুড়িয়ে কমছে। যেটা হয়তো পরবর্তীতে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে।
আপনার মতামত লিখুন :