সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, সেনাবাহিনী যে নিষ্ঠা ও আত্মত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করছে, তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। পাশাপাশি, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সোমবার (২৪ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেস বৈঠকে সেনাপ্রধান এই বক্তব্য দেন। বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপপ্রচার, উসকানিমূলক বক্তব্যসহ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় কোনো উসকানিতে প্রতিক্রিয়া দেখানো যাবে না।
সেনাপ্রধান বলেন, সামনে ঈদ আসছে, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। সেনাবাহিনীর কাছে দেশ ও জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী, যার কার্যক্রম সম্পর্কে সরকার এবং জনগণ সচেতন। তবে, কিছু মহল ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে, যা নিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না।
তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মহাসচিব। বিশেষ করে, ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা তিনি ইতিবাচকভাবে দেখেছেন। এছাড়া, কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য আয়োজিত ইফতার কর্মসূচিতে সহযোগিতার জন্য রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান সেনাপ্রধান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের সঙ্গে তার সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনীর দায়িত্ব শুধু সামরিক কর্মকাণ্ড নয়, বরং মানবিক সহায়তা ও জাতীয় সংকট মোকাবিলায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে তাদের সম্মানে ইফতার আয়োজন করা হয়। এ থেকেই বোঝা যায়, সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :