অভিনেত্রী শাওন গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ /
অভিনেত্রী শাওন গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

মেহের আফরোজ শাওন – ছবি : সংগৃহীত

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতারের খবর জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।